জেনে নিন, হার্ট অ্যাটাকের পাঁচটি লক্ষণ

জেনে নিন, হার্ট অ্যাটাকের পাঁচটি লক্ষণ

Heart attack
 হার্ট অ্যাটাক এমন এক রোগ যা সময় মত চিকিৎসা না করালে মৃত্যুর সম্ভাবনা ব্যপক হারে বৃদ্ধি পেতে পারে ৷ এই রোগের কারণেই ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তির মৃত্যু হয় ৷ হৃদযন্ত্রে রক্ত সংবহন ব্যহত হলেই হার্ট অ্যাটাক হতে পারে ৷ বা অনেক সময় রক্তজমাট বেঁধে ক্লডের সৃষ্টি হয়েই হার্ট অ্যাটাক হতে পারে ৷ হার্ট অ্যাটাকে প্রাক্কালে বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয় ৷ তবে অনেকেই বুঝতে পারনে না ফলে তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় ৷ হার্ট অ্যাটাকে পাঁচটি লক্ষণ রইল আপনাদের জন্য ৷
যদি আপনি বুকে ব্যথা অনুভব করেন সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হয় তবে এটিকে একেবারেই এড়িয়ে যাবেন না ৷ চিকিৎসকের পরামর্শ একান্ত জরুরী ৷
মানসিক অবসাদ অবশ্যই হার্ট অ্যাটাকের একটি সাধারন লক্ষণ ৷
কাঁধ, গলা ও হাতে যদি ব্যথা ছড়াতে দেখেন তবে জানবেন এটি হার্ট অ্যাটাকেরই একটি পূর্বাভাস ৷
অতিরিক্ত ঘাম, অশ্বস্তি, ও বুক ধরফর করা ইত্যাদিও হার্ট অ্যাটাকের লক্ষণ ৷
বদহজমের সঙ্গে হাত বা মুখোর জোয়াল ব্যথা বা শ্বাসকষ্টও এই রোগের লক্ষণ ৷
তাই উপরে উল্লেখিত বিষয়গুলি অনুভব করলে অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ নিন ৷ ভালো থাকুন ৷
For details plz. Visit…………..

http://relaxindia.org
or
http://relaxindia0.blogspot.in/

Comments

Popular Posts